নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে সিরিজ ভিত্তিক স্পনসর থেকে বের হচ্ছে ক্রিকেট বোর্ড। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। দরাজের সাথে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি হয়েছে। কিট স্পনসর হিসেবে থাকবে দারাজের সহযোগিতা প্রতিষ্ঠান হাংরিনাকি।
এই চুক্তির মাধ্যমে ছেলে ও মেয়েদের জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হিসেবে কাজ করবে দারাজ। দারাজের মূলত চীন ভিত্তিক আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ এশিয়াতে ব্যবসা করে যাচ্ছে।
দারাজের সাথে চুক্তির পরে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, “চলমান বৈশ্বিক মহামারীতে লম্বা সময়ের জন্য স্পনসর পেয়ে আমরা সন্তুষ্ট। দারাজ বাংলাদেশের অন্যতম একটি অনলাইন মার্কেটপ্লেস।”
গত বছরের জানুয়ারিতে ইউনিলিভারের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়। তারপর সিরিজ ভিত্তিক স্পনসর নিয়েই ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে “আকাশ” এবং নিউজিল্যান্ড সিরিজে “ইভ্যালি”। অবশেষে দীর্ঘমেয়াদী স্পন্সর পেয়েছে বাংলাদেশ দল। বৈশ্বিক মহামারীতে স্পন্সর পেয়ে বিসিবি স্বস্তির কথা জানায়।