- Advertisement -
This post is also available in: English
কৌতিনহোর ট্রান্সফারের ব্যপার নিয়ে সম্প্রতি বাজারে বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে। কিছু প্রিমিয়ার লিগ ক্লাব যেমন এভারটন, লিস্টার সিটি এবং অবশ্যই নিউক্যাসল ইউনাইটেড কৌতিনহোর প্রতি আগ্রহী।
ব্রাজিলিয়ান সেনসেশন ফিলিপ কৌতিনহো বর্তমানে বায়ার্ন মিউনিখে পাকাপাকি কিনে নেওয়ার সুযোগসহ ধারে আছে। এই মৌসুমের পরে, তিনি বার্সেলোনায় ফিরে আসবেন।
২০১৮ সালে বার্সেলোনা তাকে ১৪২মিলিয়ন পাউন্ড মূল্যে লিভারপুল থেকে কিনেছিল। খবরে বলা হয়েছে, লিওনেল মেসি চায় বার্সেলোনা ওসমান ডেম্বেলে বিক্রি করে ফিলিপ কৌতিনহোকে ধরে রাখতে চাইবে।