- Advertisement -
এই ট্রান্সফার মৌসুমেই কৌতিনহোকে বেচতে চায় বার্সেলোনা। প্রিমিয়ার লিগের বেশকিছু ক্লাবও আগ্রহী আছে কৌতিনহোর ব্যপারে। এই তালিকায় নাম আছে চেলসি, টটেনহ্যাম, এভারটন ও নিউক্যাসেলের নাম।
কৌতিনহোকে আরেক মৌসুম রাখতে বার্সেলোনার খরচ হবে প্রায় ১৭ মিলিয়ন পাউন্ড। যেখানে তার আগের ক্লাব লিভারপুল পাবে ১২ মিলিয়ন পাউন্ড। তাই এই খরচ এড়োতে ৭০ মিলিয়ন পাউন্ডেই তাকে ছেড়ে দিবে বার্সেলোনা।
উল্লেখ্য ২০১৮ সালের জানুয়ারিতে ১৪২ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে কৌতিনহোকে দলে ভিড়ায় বার্সেলোনা। সেখানে তার ৫২ ম্যাচে সর্বসাকুল্যে গোল মাত্র ১৪।
এমন হতাশাজনক পারফর্মেন্সের পর তাকে বায়ার্ন মিউনিখে লোনে পাঠায় বার্সেলোনা। যেখানে ১১০ মিলিয়ন পাউন্ডে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ ছিলো। কিন্ত সেখানে ২২ ম্যাচে ৮ গোল করা কৌতিনহোর জন্য আর বেশি এগোয়নি বায়ার্ন মিউনিখ।