কোচ হিসাবে লা লিগায় শততম জয় তুলেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয় এ পর্যন্ত ১৪৭ টি লা লিগা ম্যাচে ডাগ আউটে বসেছেন এই ফ্রেঞ্চম্যান।
নতুন মৌসুমের শুরুতেই এই মাইলফলকের সামনে দাড়িয়ে ছিলেন জিদান। তবে ১ম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করার অপেক্ষার প্রহর কিছুটা বাড়ে। তবে ২য় ম্যাচেই রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়ে অপেক্ষার অবসান ঘটায় রিয়াল মাদ্রিদ।
আরো পড়ুন: জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ
এই ১০০ জয় পূর্ণ করতে ঘরের মাঠে জিতেছেন ৫৫টি ম্যাচ এবং প্রতিপক্ষের মাঠে জিতেছেন ৪৫টি ম্যাচ। এই সময় তার দল গোল করেছে ৩৪২টি এবং গোল হজম করেছে ১৪২টি।
শুধুমাত্র মিগুয়েল মুনোজ জিদানের চেয়ে বেশি ম্যাচ রিয়ালের ডাগ আউটে বসেছিলেন। মিগুয়েজ রিয়াল মাদ্রিদের ডাগ আউটে বসেছিলেন ২৫৭টি লা লিগা ম্যাচ।
জিনেদিন জিদান বর্তমানে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব পালন করছেন। আগের মেয়াদে ১টি লা লিগা এবং টানা ৩ চ্যাম্পিয়ন্স লিগ জিতে পদত্যাগ করেন পরে আবার রিয়াল শিবিরের দায়িত্ব নিয়ে জিতেছেন গত মৌসুমের লা লিগা।