- Advertisement -
This post is also available in: English
আজ নির্ধারণ হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ভাগ্য। লিগ কমিটি আজকের বৈঠকে ঠিক করবে এই মৌসুমে প্রিমিয়ার লিগ এই মৌসুমে আর মাঠে গড়াবে কি না।
যদি লিগ মাঠে গড়ায় তাহলে কিভাবে খেলাগুলো সম্পূর্ণ হবে? অনুশীলনের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে? প্লেয়ারদের স্বাস্থ্যগত বিষয় কিভাবে দেখা হবে? করোনা ভাইরাস যাতে না ছড়ায় সে বিষয়ে কি সুপারিশ করবে ইত্যাদি বিষয়ের সুরহা করতে হবে লিগ কমিটিকে।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে ক্লিক করুন
আর যদি খেলা আর মাঠে না গড়ায় তাহলে কি সিদ্ধান্ত নিবে লিগ কমিটি? পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে কি চ্যাম্পিয়ন ঘোষণা করে বর্তমান পয়েন্ট টেবিলকে চুড়ান্ত ঘোষণা করবে? নাকি এই মৌসুমের লিগকে বাতিল ঘোষণা করবে? দল অবনমনের বিষয়েই বা কি সিদ্ধান্ত হবে?
সকল প্রশ্নের উত্তর প্রিমিয়ার লিগ কমিটির বৈঠক শেষেই আজই জানা যাবে।