লা লিগার ৩১তম রাউন্ডে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লিগে টিকে রইলো বার্সেলোনা। খাদের কিনার থেকে দলকে উদ্ধার করেন বদলি নামা ইভান রাকিটিচ। প্রায় ১ বছর পরে বার্সার জার্সিতে গোলের দেখা পেয়েছেন তিনি।
খেলার শুরু থেকে বল নিজেদের কাছে ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু কোনো ভাবেই গোল আদায় করতে পারছিলানা তারা। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর আর্থুরকে তুলে রিকি পুউজকে মাঠে নামান বার্সা বস সেতিয়ান। তারপর খেলার মোড় অনেকটা পাল্টে যায়। তবুও গোলের দেখা পাচ্ছিলো না বার্সেলোনা। পরে ৭১ মিনিটের সময় আরেক বদলি রাকিটিচ গোলের মুখ খুলতে সক্ষম হয়। মেসির পাস থেকে বল গোলে জড়াতে কোনো ভুল করেননি তিনি। বার্সার জার্সিতে এটা মেসির ২৫০তম এসিস্ট। এছাড়া অতিরিক্ত সময়ে আনসু ফাতির শট বারে লেগে ফিরে আসলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।
আরো পড়ুন – শোনাবো এক জাদুকরের গল্প; খুদে জাদুকর!
৩১ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান দখল করেছে বার্সেলোনা। বার্সেলোনার চেয়ে ১ ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তবে আজ রাতে মায়োর্কার সাথে জিতলেই শীর্ষ স্থানে ফিরবে রিয়াল মাদ্রিদ।
আরো পড়ুন – “পিএফসি সোচির আগুনে পুড়ে ছারখার এফসি রোস্তব!”
লা লিগার অন্য ম্যাচে লেভান্তের সাথে ১-০ গোলে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখলো তারা। অপর ম্যাচে রিয়াল ভ্যালাদোলিদের সাথে ১-১ গোলে ড্র করেছে গেতাফে।
আরো পড়ুন- “পেলে কিংবা ম্যারাডোনা নয় , আমি বড় হয়ে জিদান হবো ”
এছাড়া প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। আরেক ম্যাচে ব্রাইটনের সাথে নিজেদের মাঠে গোল শুন্য ড্র করেছে লিস্টার সিটি। ফলে আগামী চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকে অনেকটা পিছিয়ে গেল ফক্সরা।
সিরি আ‘তে ভেরোনার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সদ্য কোপা ইতালিয়া জেতা নাপোলি। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চাগ্লিয়ারি, পার্মা এবং তোরিনো। আজ রাতে বড় ম্যাচে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী লাজিও এবং দুর্দান্ত ফর্মে থাকা আটালান্টা।