বার্সেলোনা স্কোয়াডের সকল প্লেয়ার করোনা পরীক্ষায় উত্তীর্ন হযেছে। আজ বার্সেলোনা প্লেয়ারদের করোনা পরীক্ষার ফলাফল এসেছে এতে স্কোয়াডের সকলে করোনামুক্ত নিশ্চিত হয়েছে।
- Advertisement -
এর ফলে করোনামুক্ত বার্সা স্কোয়ার্ড আগামী শুক্রবার থেকে অনুশীলন করার জন্য উপযোগী হয়েছে। তারা কাল থেকে হুয়ান গাম্পার ট্রেনিং সেন্টারে অনুশীল শুরু করবে।
সমগ্র স্কোয়াড করোনামুক্ত হলেও অনুশীলনের বাইরে থাকবেন ওসমান ডেম্বেলে। কারণ সে স্কোয়াডের বাইরে থাকায় তার করোনা পরীক্ষা করেনি লা লিগা কতৃপক্ষ। যদিও সে এখস সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে কিন্তু তার ইংজুরীর কারণে বিকল্প হিসাবে বার্সেলোনা বেথহুয়েটকে দলভুক্ত করায় আপাতত দলের সাথে অনুশীননের বাইরে থাকতে হবে ডেম্বেলেকে।