গতরাতে ইংলিশ এফএ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনাল। আগের রাতে সেমি ফাইনাল নিশ্চিত করে ম্যাচেস্টার ইউনাইটেড। সব মিলিয়ে এফএ কাপের সেমিতে চার মেগা স্টার।
- নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে ম্যাচচেস্টার সিটি
- লিস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি
- শেফিল্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল
- সেমি ফাইনালে মুথোমুখি হবে চেলসি- ইউনাইটেড এবং সিটি- আর্সেনাল
- ১৮ এবং ১৯ জুলাই সেমি ফাইনাল এবং ১লা আগস্ট এফএ কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সেমির লড়ায়ে গতকাল সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। ডি ব্রুইনের পেনাল্টি গোল এবং রহিম স্টার্লিয়ের এক গোলে ভর করে সেমির টিকিট নিশ্চিত করে সিটি। ফলে আগেই লিগ হারানো সিটি টানা ৩য় বারের মত লিগ কাপের দিকে দারুণ ভাবেই এগিয়ে যাচ্ছে।
আরো পড়ুন- লা লীগাকে কি বিদায় বলে দিতে পারে বার্সেলোনা?
আরেক ম্যাচে কিং পাওয়ার স্টেডিয়ামে বার্কলির একমাত্র গোলে লিস্টার সিটিকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে চেলসি। ম্যাচের ৬৩ মিনিটের সময় উইলিয়ানের ক্রস থেকে ফক্সদের জালে বল জড়ান এই ইংলিশ মিডফিল্ডার।
এর আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে আর্সেনালও। ম্যাচের ২৪ মিনিটে নিকোলাস পেপে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু ৮৬ মিনিটের সময় ডেবিড ম্যাকগ্রিল্ডের গোলে সমতায় ফেরে শেফিল্ড। খেলা যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রহর গুনছিলো তখনই কাবালোসের গোলে সেমি ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।
আগের দিন সেমি নিশ্চিত করা ম্যানচেস্টার ইউনাইটেড সহ চার মেগা স্টার লড়াই করবে সেমি ফাইনালে। যেখানে রেড ডেভিলদের প্রতিপক্ষ চেলসি এবং গানার্সদের মোকাবিলা করবে সিটিজেনরা। আগামী ১৮ এবং ১৯ জুলাই ওয়েম্বলিতে হবে ম্যাচ দুটি। ১লা আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে এফএ কাপের ফাইনাল।