আগমী ৩১শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের এবারের আসরে খেলবেন না রাফায়েল নাদাল। করোনা মহামারীর কারনে ভ্রমণের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বর্তমান করোনা মহামারীর কারণে অনেক গুরুত্বপূর্ণ খেলার আসর বাতিল হয়েছে, পিছিয়ে গেছে বেশকিছু আসর। তবে ইউএস ওপেন কতৃপক্ষ এই মাসেই আয়োজন করতে চলেছে টেনিসের অন্যতম সেরা আসর তথা বছরের শেষ গ্রান্ড স্লাম। তবে এই আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টুর্নামেন্ট বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানীশ সুপারস্টার রাফায়েল নাদাল। পরিবারের কথা চিন্তা করে বাড়তি ভ্রমণ করতে চান না তিনি।
নাদল ছাড়াও এই টুর্নামেন্ট অংশ নিচ্ছেন না আরেক কিংবদন্তী রজার ফেদারার। কিছুদিন আগেই তিনি করেছে হাঁটুর অস্ত্রোপচার। বর্তমানে তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। নাদাল ফেদারার না খেলায় এবারের ইউএস ওপেনের উত্তাপ কিছুটা কমে গেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।