গতরাতেই ১ ম্যাচ হাতে রেখেই রিয়াল মাদ্রিদের ৩৪তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের বিপক্ষে জিতেই লিগ নিশ্চিত করে ফেলেছে অপরদিকে বার্সেলোনা ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে হেরে বসেছে ২-১ গোলের ব্যবধানে। ফলে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ । সব মিলিয়ে নিজেদের একটি অধারাবাহিক দুর্বল দল বলে মন্তব্য করেছেন মেসি।
ইএসপিএন’কে দেওয়া এক স্বাক্ষাৎকারে মেসি বলেন, ”আমরা একটি অধারাবাহিক দুর্বল দল, যাদের তীব্রতা এবং ইচ্ছা পরাজিত। আমাদের বিপক্ষে গোল করা অনেক সহজ হয়েছে।“ রিয়াল মাদ্রিদের লিগ জয়ের বিষয়ে তিনি বলেন, ” তারা সেটাই করেছে যেটা তাদের করা দরকার ছিলো। খেলা পুনরায় চালু হওয়ার পর তারা একটা ম্যাচও হারেনি, যা প্রসংশার দাবীদার। তবে আমরা পয়েন্ট হারিয়ে তাদের সাহায্য করেছি, যা আমাদের উচিৎ হয়নি।“
আরো পড়ুন- লকডাউনের পরে লা লিগায় নজরকাড়া তরুণেরা
নিজেদের সমালোচনা করে মেসি বলেন, ”খোলোয়ারি থেকে শুরু করে পুরো ক্লাব জুড়েই আমাদের আত্ম-সমালোচনা করতে হবে। মাদ্রিদ তাদের সব ম্যাচ জিতেছে তবে আমরাও বার্সেলোনা আমরাও প্রতিটি ম্যচ জিততে বাধ্য। আমাদের প্রতিপক্ষের দিকে না, নিজেদের দিকে দেখতে হবে। আমাদের সাম্প্রতিক ম্যাচগুলো অনেককিছুই রেখে গেছে উন্নতি করার জন্য।“.
২০০৭-৮ মৌসুমের পর এই প্রথম ট্রফিহীন মৌসুমের দ্বারপ্রান্তে বার্সেলোনা। অবশ্য বার্সেলোনার এখনো সুযোগ আছে ট্রফিহীন মৌসুম এড়ানোর। আগামী মাসেই যে পুনরায় শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসর। যেখানে শেষ ১৬ এর লড়ায়ের প্রথম লেগে নাপোলির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এসেছিলো বার্সেলোনা। আগামী ৮ই আগস্ট ক্যাম্প ন্য ‘তে ২য় লেগে মুখোমুখি হবে তারা।
এবিষয়ে মেসি বলেছেন, ” আমি আগেই বলেছি আমরা যদি এভাবে খেলি তাহলে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো না। এখন সেটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের খেলা লিগ জয়ের জন্যও যথেষ্ট ছিলো না।” ”আমাদের অনেককিছুই পরিবর্তন করতে হবে। তা নাহলে আমরা নাপোলির বিপক্ষেও হেরে যাব। আমাদের একটু সময় নিয়ে মাথা পবিষ্কার করতে হবে। তারপর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শুরু থেকে ভাবতে হবে।”
ভক্তদের বিষয়ে তিনি বলেন, ” ভক্তরা এই মৌসুমে যা হয়েছে তা নিয়ে রাগান্বিত এবং এটাই স্বাভাবিক। আমরা নিজেরাও রাগান্বিত। তারা রোমা এবং লিভারপুলের (২০১৮ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ) বিপক্ষে হারার পর থেকে ধৈর্য। হারাচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ আমরা তাদের কিছু্ট দিচ্ছি না।“
মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালে। নতুন চুক্তির বিষয়ে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন করনে বেশ নাখোশ আছেন মেসি। ইএসপিএনকে মেসি বলেছেন মাঠের ভেরতে এবং বাইরের কিছু বিষয়ে তিনি বিরক্ত হচ্ছেন। তবে চুক্তির বিষয়ে খোলাখুলি কিছু বলেননি মেসি।