This post is also available in: English
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতি দিয়ে আবার শুরু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ ঘন্টার ঘন্টার বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে লিগ কতৃপক্ষ।
ক্লাবগুলো নিরোপেক্ষ মাঠে রুদ্ধদার ম্যাচ খেলতে রাজী হয়েছে। তবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং ওয়েস্ট হ্যাম তাদের মাঠে ম্যাচ আয়োজন করতে পারবে। কারণ তাদের মাঠ আবাসিক এলাকার বাইরে।
আগামী ১৮ই মে থেকে ক্লাবগুলো অনুশীলনে যোগ দিবে এবং আগামী ৮ই জুন থেকে প্রিমিয়ার লিগের বাকি খেলাগুলো পুনারাম্ভ হতে পারে। আগামী শুক্রুবার লিগ প্রেসিডেন্ড সরকারের কাছে এই ব্যপারে অনুমতি চাইবে।
আজ প্রিমিয়ার লিগ শেয়ারহোল্ডারদের একটি সভায়, ক্লাবগুলি ২০১৯-২০ মৌসুমটি পুনরায় চালু করার পরিকল্পনার দিকে সম্ভাব্য পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেছে, যখন এটি করা নিরাপদ এবং উপযুক্ত হবে তখনই খেলা পুনরায় শুরু হবে।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে ক্লিক করুন
এখন সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ওপর ঝুলে আছে প্রিমিয়ার লিগের ভাগ্য। উল্লেখ্য প্রিমিয়ার লিগের ২৯ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৫৭।