আতলেটিকো মাদ্রিদের পরিকল্পনা ছিলো মুল দলের সকল প্লেয়ার নিয়ে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে।কিন্তু শেষ মুহুর্তে তাদের এই পরিকল্পনা খেয়েছে এক বিশাল ধাক্কা। করোনা পজেটিভ হয়েছেন রেনান লোদি।
- Advertisement -
সতীর্থদের থেকে সম্পূর্ন আলাদা করার করার জন্য এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাকে ছাড়াই অনুশীলন করতে আতলেটিকো মাদ্রিদকে।
আতলেটিকো জানিয়েছে তিনি এখন বেশ ভালো অবস্থায় আছে। তবে পরবর্তী পরীক্ষায় করোনামুক্ত না হওয়া পর্যন্ত তিনি দলের সাথে অনুশীল করতে পারবেন না।
লোদিকে আরো কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর সুস্থ হলে তাকে আবার পরীক্ষা করা হব। এতে উত্তীর্ণ হলে তবেই সে দলের সাথে ট্রেনিং করতে পারবে।
উল্লেখ্য, আতলেটিকো মাদ্রিদের যে ১০ জন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলো তারমধ্যে তিনি একজন। তবে বাকি প্লেয়াররা এখন সুস্থ আছেন।