- Advertisement -
নতুন মৌসুমের শুরুতেই বার্সায় যোগ দিচ্ছে পিজানিক। ইতিমধ্যে এই বসনিয়ান মিডফিল্ডারের সাথে চার বছরের বছরের একটা চুক্তিতে পৌছেছে কাতালানরা। এখন শুধুমাত্র জুভেন্টাসের সাথে সমোঝতায় পৌছানো বাকি।
ইউরোপীয়ান গণমাধ্যমগুলোর দাবী অনুযায়ী জুভন্টাসের সাথে সমঝোতায় আর্থুর মেলোকে ছাড়তে রাজী বার্সেলোনা। এই মৌসুমে ইতালিয়ান সিরি আ‘তে ২২ ম্যাচ খেলে ৩ গোল করেছেন ৩০ বছর বয়সী এই বক্স টু বক্স মিডফিল্ডার।
২০১৬ সালে ৩২ মিলিয়ন ইউরোয় ৫ বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছিলো পিজানিক। জুভেন্টাসের সাথে আরো এক বছর চুক্তির মেয়াদ আছে তার।