- Advertisement -
This post is also available in: English
মানচেস্টার ইউনাইটেড প্লেয়াররা আইনি পরামর্শ নিতে চলেছে যাতে লিগ বাতিল হলে যাতে তারা আগামী মৌসুমে ২৫% বেতন কর্তনের শিকার না হয়।
বেতনের অংকটাও নিতান্ত কম নয়। সব প্লেয়ার মিলে কর্তনকৃত বেতনের পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড।
এবারের লিগ যদি বাতিল হয় তাহলে তাদের আগামি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত। এক্ষেত্রে প্লেয়ারদের বেতনের ২৫ শতাংশ কাটা যাবে। এই বিষয়ে প্লেয়াররা তাদের আগামী মৌসুমের বেতন কর্তনের ভয়ে আছে। একারণে ইউনাইটেড প্লেয়াররা উকিলের দ্বারস্থ হতে চলেছে।
আজকের খেলা কখন, কোন চ্যানেলে দেখতে ক্লিক করুন
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের বেতনের ২৫ শতাংশ নির্ভর করে ইউরোপীয়ান প্রতিযোগিতায় খেলার ওপর। প্লেয়াদের চুক্তিতে উল্লেখ থাকে যদি তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারে তাহলে তাদের বেতন ২৫ শতাংশ হারে কেটে নেওয়া হবে।