সিলেটের অসহায় ফুটবলারদের ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও আবাহনীর সাবেক স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ।
জানা যায় যে, বাংলাদেশের জাতীয় ও বিভিন্ন জাতীয় বয়সভিত্তিক দলে খেলা ফুটবলারদের এবং প্রবাসী সাবেক ফুটবলারদের নিয়ে একটি ফান্ড গঠন করে ওয়াহেদ সিলেট জেলা ফুটবল খেলোয়ড় কল্যাণ সমিতিতে প্রেরণ করেছেন। তারপর সমিতির মাধ্যমে অসহায় ফুটবলারদের কাছে টাকা পৌঁছে দেয়া হয়েছে।
এ বিষয়ে সাবেক এ স্ট্রাইকার বলেন, “করোনার কারণে এবার যেন ঈদের আমেজ নেই। অনেকে আছেন দুশ্চিন্তায় ও দুর্ভোগে। তাদের দুর্ভোগ লাঘবে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি শুধু। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অনুদানের সাথে আমি কিছু যোগ করে তহবিল গঠন করে ৪০ জন ফুটবলারকে আর্থিক উপহার দেয়া হয়েছে। যারা
“এই কাজে যারা সাথে ছিলেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি”
আরো পড়ুন: বাফুফের ইফতার বিতরণ