পর্তুগিজ রাজপুত্র রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে টানা ৪২ টি ফ্রি কিক থেকে কোনো গোল করতে পারেন নি। তবে ৪৩ তম বারে আর তিনি হতাশ করেন নি। রোনালদো দুর্দান্ত ফ্রি-কিকে পরাস্ত করেন তুরিনো গোলকিপারকে।
গতকাল তুরিনোর বিপক্ষে ফ্রি-কিক গোলটি ছিলো জুভেন্টাসের হয়ে লিগে তার ২৫ তম গোল। যা ১৯৬১ সালের পর লিগে কোনো জুভেন্টাস প্লেয়ারের ২৫ গোল।
আরো পড়ুন- বার্সেলোনার সাথে আলোচনায় বসতে চলেছে গ্রীজম্যানের এজেন্ট!
গতরাতে রেকর্ড করেছেন যুভেন্টাসের কিংবদন্তী গোলরক্ষক বুফনও। তুরিন ডার্বি খেলার মাধ্যমে ৪২ বছর বয়সী এই ইতালিয়ান গোলকিপার সিরি আ’তে ৬৪৮ ম্যাচ খেলার রেকর্ড করেন। যা পাওলো মালদিনিকে টপকে তাকে সিরি আ’তে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড বসায়। সাথে পিএসজির হয়ে খেলা ১৭ ম্যাচ ধরলে ইউরোপের সেরা ৫ লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার বেকর্ড তার দখলে। যা প্রিমিয়ার লিগ লিজেন্ড গ্যারেথ ব্যারি যিনি বর্তমানে ওয়েস্ট ব্রমের হয়ে চ্যাম্পিয়নশীপে খেলছে তার চেয়ে ৬৬৩ ম্যাচের চেয়ে ২ ম্যাচ বেশি।
আরো পড়ুন- অবশেষে জুভেন্টাসে যেতেই হলো আর্থুর মেলোকে।
গতরাতে খেলা শুরু হতে না হতেই পাওলো হুয়ান কুয়াড্রাডোর এসিস্ট থেকে তুরিনোর জালে বল জড়ান পাওলো ডিবালা। ম্যাচের বয়স তখন মাত্র ২ মিনিট। এরপর ২৮ মিনিটের সময় রোনালদোর এসিস্ট থেকে দারুণ এক গোল করে ২-০ তে এগিয়ে দেন কুয়াড্রাডো। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে তুরিনোকে খেলায় ফেরান বেলত্তি। তবে ৬০ মিনিটের সময় রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিক গোল সে স্বপ্ন মাটি করে দেয়। পরে ৮৬ মিনিটের দিকে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে হালি নিশ্চিত করেন কফি জিডজি।
এই জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। সাথে বোনাস হিসাবে গতরাতে এসি মিলানের কাছে ৩-০ গোলে লাজিও হেরে যাওয়ায় লিগ অনেকটাই পকেটে পুরে ফেলেছে তুরিনের বুড়িরা। আরেক ম্যাচে সাসুল্লো ৪-২ গোলে হারিয়েছে লেইচ’কে।
আজকের খেলার সময়সূচি দেখতে ক্লিক করুন