৭২ মিলিয়ন ইউরো প্লাস ১০ মিলিয়ন ভ্যারিয়েবলের বিনিময়ে বার্সেলোনা থেকে জুভেন্টাসে যোগ দিলেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার আথুর মেলো। বার্সেলোনা তাদের ওয়েব সাইটে আজ অফিশিয়াল ঘোষনা দিলেন এই সম্পর্কে।
আর্থুরকে কেন বিক্রি করছে বার্সেলোনা?
অবশ্য গত কয়েকদিন থেকেই এ নিয়ে বিস্তর আলোচনা চলছিলো যে আর্থুরকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা। ফিনানশিয়াল ইস্যু ঠিক রাখতে অবশেষে অনেকটা অনিচ্ছাকৃত ভাবেই দল ছাড়তে হলো এই ব্রাজিলিয়ানকে। আর্থুর মেলার ঘোষনা অফিশিয়াল হলেও এখনো পর্যন্ত বার্সেলোনায় নিশ্চিত ভাবেই যোগ দিতে যাওয়া পিজানিকের অফিশিয়াল ঘোষনা অবশ্য এখনো আসেনি।
আজ রাত ১২ টার দিকে অবশ্য জুভেন্টাস অফিশিয়ালী এই ঘোষনা জানানোর কথা।
বার্সেলোনার হয়ে আর্থুর মেলোর পারফরম্যান্স:
২০১৮ সালে গেমেইরো থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন ৭২ ম্যাচ। এর মধ্যে লীগে খেলেছেন ৪৭ ম্যাচ, কেপা দেলরে ১০ ম্যাচ, চ্যাম্পিয়ন্সলীগ ১৩ ম্যাচ এবং স্প্যানিশ সুপার কাপে খেলেছেন ১টি ম্যাচ।
লা লীগাকে কি বিদায় বলে দিতে পারে বার্সেলোনা?
বার্সেলোনার হয়ে এই মিডফিল্ডার এখন পর্যন্ত ৪টি গোল করতে পেরেছেন। জিতেছেন দুটো শিরোপা লা লীগা এবং স্প্যানিশ সুপার কাপ।
বার্সেলোনা থেকে জুভেন্টাসে যাওয়ার খবর অফিশিয়াল হলেও এই মিডফিল্ডার জুভেন্টাসে যোগ দিবেন সীজন শেষে। অর্থাৎ আগামী আরো দুই মাস আর্থুর মেলো বার্সেলোনার সাথেই থাকছেন।